বিএনএ ডেস্ক:সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাস চাপায় এক ব্যক্তি নিহতের ঘটনায় দুই বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ১০টিরও বেশি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) সড়ক অবরোধ অবস্থায় আছে।
আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতের নাম সামসুল আলম। তিনি সারমিন গ্রুপের অ্যাডমিন অফিসার।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় কারখানার সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করেন। শ্রমিকরা সড়ক পারাপার হওয়ার সময় ‘আশুলিয়া ক্লাসিক’ নামের একটি পরিবহন পারাপার হওয়া ব্যক্তিদের ওপর বাস উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সামসুলের। এছাড়া তিন জন শ্রমিক গুরুতর আহত হন।
শ্রমিক নেতা সোহাগ বলেন, ‘এই সড়কে বাসগুলো খুব বেপরোয়াভাবে চলাফেরা করে। বাস চলাল নিয়মের মধ্যে আনা জরুরি।’
বর্তমানে ঘটনাস্থলে আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও সুদিপ কুমার রয়েছেন। তারা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছেন।