যেখানে কোন অর্থ পরিশোধ ছাড়াই মিলবে বই। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।‘বই বিনিময় উৎসব’ হিসেবে নামকরণ হলেও ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ স্লোগান দিয়ে বোঝানো হয়েছে উৎসবের প্রকৃত উদ্দেশ্য।যে কোন ধরনের বই এখানে বিনিময় করা যাবে। থাকবে সব ক্যাটারির বই। শুধু সাথে করে কিছু বই নিয়ে যেতে হবে নিজেকে! বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রামের জামালাখান মোড়ে সকাল ১১ টায় শুরু হয় এ উৎসব। চলবে রাত ৮টা পর্যন্ত । ছবি তুলেছেন আলোকচিত্রী সাইদুল আজাদ – বিএনএ