25 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের আড়তগুলোতে আসতে শুরু করেছে তরমুজ

চট্টগ্রামের আড়তগুলোতে আসতে শুরু করেছে তরমুজ

তরমুজ

চট্টগ্রাম ফিরিঙ্গীবাজারের আড়তগুলোতে  আসতে শুরু করেছে রসালো ফল তরমুজ। ভোলা থেকে ট্রাক করে আসছে এসব তরমুজ। প্রতিপিস বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা দরে। নগরীর কোতয়ালী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তোলা ছবি বাচ্চু বড়ুয়া/বিএনএনিউজ।

গত বছরের তুলনায় কিছুটা আগেই চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে তরমুজের বাজার। ছবি: বাচ্চু বড়ুয়া/ বিএনএ।

দিনে দিনে আড়তগুলোতে তরমুজের আমদানি বাড়ছে।

তরমুজের আমদানি বাড়তে থাকলে বাজার দর পরে যাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ