33 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রমজান জুড়ে টিসিবির ট্রাক সেল চালু থাকবে : বাণিজ্য উপদেষ্টা

রমজান জুড়ে টিসিবির ট্রাক সেল চালু থাকবে : বাণিজ্য উপদেষ্টা

রমজান জুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে: বাণিজ্য উপদেষ্টা

বিএনএ, ঢাকা: বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সব বিভাগীয় সদর ও ৫টি দরিদ্র পীড়িত এলাকাসহ মোট ১৩ টি এলাকায় ১২ লাখ পরিবারের মধ্যে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১২ লাখ অতিরিক্ত পরিবারের জন্য রমজানের শেষ দিন পর্যন্ত এ ট্রাক সেল কর্যক্রম চালু থাকবে। প্রায় ৯ হাজার টন পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিতরণ করা হবে। ফলে রমজান মাসে পণ্যের দাম আরও কমে আসবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রসাশক (মানব সম্পদ) নূরুল হাই মোহাম্মদ আনাস।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ