স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ২৭তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি আর রানারআপ হয়েছে বগুড়া সেনা শ্যুটিং ক্লাব। রবিবার(১১ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান।
তিনি শ্যুটিংকে এগিয়ে নিতে বা কোনো টুর্নামেন্ট বা ইভেন্ট আয়োজন করতে স্পন্সর সংগ্রহে সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতাউল হাকিম সারওয়ার জাহান এবং মহাসচিব ইন্তেখাবুল হামিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, শ্যুটিং বাংলাদেশের একটি সম্ভাবনাময় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল ডিসিপ্লিন এটি। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের শ্যুটিংয়ে রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। আর এজন্য বাস্তব কারণেই আমরা শ্যুটিংকে অগ্রাধিকার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা শ্যুটিংকে ইতোমধ্যে সম্ভাবনাময় একটি খেলা হিসেবে চিহ্নিত করে খেলাটির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছি। শ্যুটিংয়ের আন্তর্জাতিক অর্জন বাড়াতে সবধরনের সহযোগিতা করা হবে। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক পর্যায়ে শ্যুটিংয়ে আরো ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
বিএনএ,এসজিএন