বিএনএ: ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের (চিনিকল) জমি নিয়ে সংঘর্ষে অন্তত ২৫ জন হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নারগুণ কহর পাড়া ফার্মের জমিতে দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, আখ রোপণের জন্য প্রস্তুত করা ১ একর ৩৭ শতক জমি বাঁশের বেড়া দিয়ে দখল করে ভেতরে গাছ রোপণ ও ছোট ছোট ঘর বানিয়েছেন জমিটির মালিকানা দাবি করা মাহাবুব রহমানের পরিবার। ঠাকুরগাঁও চিনিকল কর্তৃপক্ষ গিয়ে জমিতে থাকা ঘরবাড়ি ভেঙে ফেলে এবং গাছ উপড়ে ফেলে জমি দখলমুক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে মাহাবুব রহমান বলেন, ‘আমরা জমির রেকর্ডীয় মালিক। দীর্ঘদিন ধরে চিনিকল কর্তৃপক্ষকে বলছি। তারা কোনো কথা শুনছিল না। তাদের কাগজপত্র দেখিয়েছি, কোনো ব্যবস্থা নিচ্ছিল না। তাই গত ৪ ফেব্রুয়ারি জমির চারপাশে বাঁশের বেড়া দিয়ে নিজের দখলে নিয়েছিলাম। আজ তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নারী-পুরুষের ওপর নির্যাতন চালিয়ে জমির গাছ উপড়ে ফেলেছে এবং ঘরগুলো ভেঙে ফেলেছে, বাঁশের বেড়া তুলে ফেলেছে।’
মাহাবুব রহমান বলেন, ‘চিনিকল কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে থানায় উভয় পক্ষকে ডাকা হয়েছিল। আজকের হামলার ঘটনা চিনিকল কর্তৃপক্ষের পরিকল্পিত।’
মাহাবুবের ভাই সোহেল রানা বলেন, ‘পুলিশ বলেছিল আমরা কোর্টকে না জানিয়ে চিনিকলের জমি দখল করে ভুল করেছি। আমাদের এভাবে দখল করা ঠিক হয়নি স্বীকারও করেছি। যেহেতু তারা থানায় অভিযোগ করেছে, তাহলে এমনভাবে সন্ত্রাসী কায়দায় আজ হামলা চালাল কেন? আমরা আমাদের ক্ষতিপূরণ ও ঘটনার বিচার দাবি জানাই।’
ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের প্রশাসনিক মহাব্যবস্থাপক সুভাস চন্দ্র সিংহ বলেন, ‘জমিটি ঠাকুরগাঁও চিনিকলের (সরকারি) সম্পত্তি। গত ৪৪ বছর ধরে চিনিকল এটি ভোগ দখল করে আসছে। এ মৌসুমে আখ রোপণের জন্য এখানে প্রস্তুতি নেয়া হচ্ছিল। আজ আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে এখানে তাদের উচ্ছেদ করতে এসেছি। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আক্রমণ চালায়।
ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বলেন, ‘সরকারের জমি অবৈধভাবে কেউ দখল করবে এটা অন্যায়। আমাদের জমিতে আমরা আখ রোপণ করব। সেখানে পাঁচ টন আখের বীজ রাখা হয়েছিল। তারা সব কাজে বাধা দিয়ে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করেছে। আমাদের শ্রমিকরা আজ আখ রোপণ করতে গেলে তারা হামলা করেছে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘সরকারের দখলে থাকা জমি হঠাৎ কেউ দখল করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ এলে দুই পক্ষকে ডেকে সংঘর্ষে যেতে নিষেধ করা হয়েছে এবং কাগজপত্র ঠিক থাকলে আইনি সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। তবে আজকের হামলা ও উচ্ছেদের বিষয়টি আগে থেকে কেউ আমাদের জানায়নি।’
বিএনএনিউজ/এ আর