22 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল

তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল


বিএনএ, ঢাকা : তুরস্কের আদিয়ামান শহরে ১৭ বছরের এক কিশোরীকে জীবিত এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত বুধবার রাত ১০টার দিকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৬ মিনিটের দিকে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩ হাজার জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ