21 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার


বিএনএ,ময়মনসিংহ:  ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিনের পর পুকুরের পানিতে ভেসে উঠলো আরাফাত রহমান (৫) নামে শিশুর মৃতদেহ।শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান ওই এলাকা ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আরাফাত গত ৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল থেকে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার দিন সকালের দিকে একজন বাড়ির পূর্ব পশ্চিম পাশের নতুন একটি পুকুর পাড়ে হাঁটছিল। এ সময় সে পুকুরে আরাফাতের মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করে। পরে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ