বিএনএ, ঢাকা : বৃহস্পতিবার সারাদেশে দুই লাখের বেশি করোনার টিকা নিয়েছেন। এদিন গণটিকা কার্যক্রমের পঞ্চম দিন ছিল। এ পর্যন্ত ৫ লাখ ৪২ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
গণটিকা কার্যক্রমের পঞ্চম দিনে এসে সারা দেশে আজ করোনাভাইরাসের টিকা নিয়েছেন দুই লাখের বেশি মানুষ। এ পর্যন্ত ৫ লাখ ৪২ হাজার মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সারা দেশে টিকা নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৫৪০ জন। এর মধ্যে ৬৪ হাজার ৩৮৮ জন নারী। আজ ঢাকা নগরীতে টিকা নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। এর মধ্যে নারী ৮ হাজার ২৯ জন। গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। টিকা গ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন টিকা নেন।
এছাড়া, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে নয় হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।
ঢাকার মধ্যে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এখানে ১ হাজার ৭২০ জনকে টিকা দেওয়া হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১ হাজার ৫৭ জনকে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ২৯৯ জনকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে সবচেয়ে কম টিকা দেওয়া হয়েছে মিরপুরের লালকুঠি হাসপাতালে। এখানে ৪০ জনকে করোনার টিকা দেওয়া হয়।
করোনার টিকা নিতে সুরক্ষা ওয়েবসাইটে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত আটটা পর্যন্ত ১২ লাখ ৪৬ হাজার টিকা প্রত্যাশিত নিবন্ধন করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকাদানকেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা নেওয়ার সুবিধা আপাতত বন্ধ থাকবে।
বিএনএনিউজ/ এইচ.এম।