27 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৫
Bnanews24.com
Home » সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

বিএনএ ডেস্ক : সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানার অগ্নিকাণ্ডে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে।বাংলাদেশ সময় বুধবার (১০ ফেব্রুয়ারী)ভোরে উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় এ আগুন লাগে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে ।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে কয়েকজনের  পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত,মহেশখালীর জালাল আহমেদে এর ছেলে ইসহাক মিয়া,  একই এলাকার আবদুল আজিজ ও রফিকউদ্দীন।

বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় দমকলবাহিনী দুর্ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
উখিয়ায় নদীতে মিলল ইউপি সদস্যের মরদেহ রেকর্ড বৃষ্টিতে ডুবে গেছে ফেনী শহর নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের জন্য লাভজনক শুল্ক চুক্তির আশায় ঢাকা: শফিকুল আলম চট্টগ্রামের জামালখানে বহুতল ভবনে আগুন পিআর কী: জামায়াত কাকে সরকার গঠনে আমন্ত্রণ জানাচ্ছে? জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা কক্সবাজারে সমুদ্রে তলিয়ে চবি ছাত্র নিহত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যেভাবে দেখা যাবে গাজায় ইসরায়েলি হামলা, একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত