22 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে

পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে

বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল খান

প্রবাস : বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন।

বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল খান পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে এ তথ্য জানান।শনিবার(১১ জানুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

লাহোর চেম্বার অব কমার্সে বক্তৃতাকালে রাষ্ট্রদূত ইকবাল খান বলেন, লাহোরের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচিতি আলাদা। বাংলাদেশের জনগণ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সময়ের দাবি।

রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে লাহোর চেম্বারের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ পাকিস্তানকে সম্মানের চোখে দেখে, এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে, এবং এখন থেকে অনলাইনে ভিসা প্রাপ্তি সহজেই সম্ভব।

লাহোর চেম্বারের সভাপতি মিয়া আবু জার শাদ বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। শিগগিরই আমাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে যাবে।”

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ