সিলেট: সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গরিব ও দুস্থ কিডনি রোগীদের সেবা করতে উদ্যোগীদের সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে সৃষ্টি কিডনি ফাউন্ডেশন দরিদ্র মানুষের সেবায় রোলমডেল হয়ে উঠবে। দেশের মানুষকে এ ভালো উদ্যোগের উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই আমাদের নতুন বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।
উপদেষ্টা শনিবার (১১ জানুয়ারি) সিলেট নগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে নির্মিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে ১০তলা ভবনের কিডনি ফাউন্ডেশন যাত্রা শুরু করল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন- উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, ডা. জিয়া উদ্দিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।
দায়িত্বের জায়গা থেকে এ অসাধারণ কাজের সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া একটা বড় পাওয়া উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, সরকারি ব্যবস্থাপনায় অনেক সীমাবদ্ধতার কারণে ভালো কাজের সাথে সংযুক্ত হতে চাইলেও সহজে হওয়া যায় না। অনেক বাধা-বিপত্তি ও প্রশাসনিক ঘাটতি পেরিয়ে মানুষের সেবায় কিডনি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হওয়া একটা ভালো দিক।
সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ছিয়াত্তর হাজার প্রতিষ্ঠানকে সুব্যবস্থাপনায় আনা একটা বিশাল চ্যালেঞ্জ উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, একটি প্রতিষ্ঠানকে সুসংগঠিত করতে কিছু ত্যাগি ও সৎমানুষের প্রয়োজন হয় । সেলক্ষ্যে মন্ত্রণালয়ের কাঠামো ঢেলে সাজানো হচ্ছে।
বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী