26 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ৩

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ৩

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ৩

বিএনএ, চট্টগ্রাম: কুষ্টিয়ায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় রাজু আহাম্মেদ (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাসউদ রুমী সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাজু কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের কামারতলা গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, ভ্যানে করে চারজন নলকূপ শ্রমিক কুমারখালীর কয়া থেকে কাজের জন্য কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। সৈয়দ মাসউদ রুমি সেতুর কাছে ভ্যানটি পৌঁছালে একটি বালুবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় এবং আহত তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,নিহত রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ