বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে আটক নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমকে ছাড়াতে তদবিরে নেমেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে।
সাবেক মেয়র ও বৈষম্যবিরোধী আন্দোলনে অভিযুক্ত হত্যা মামলার আসামী রেজাউল করিম জসিমের বাড়ীতে অবস্থান করছেন এমন খবরে যৌথ বাহিনী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অভিযান চালায়। এর আগে পালিয়ে যায় রেজাউল করিম। যৌথবাহিনী তাকে আটক করতে ব্যর্থ হয়। অভিযান শেষে আশ্রয়দাতা হিসেবে জসিমকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও এস আলম কান্ডের মূল হোতা আবু সুফিয়ান ও তার সহযোগী আনোয়ার হোসেন (কানা) লিপুকে বাসা থেকে বের হতে দেখা যায়। লোকজন জড়ো হলে শ্যালক জুয়েলের মোটরসাইকেলে করে বিএনপি নেতা আবু সুফিয়ান পালিয়ে যায়।
এর আগেও জসীমের শ্যালক জুয়েলের মোটরসাইকেলের পিছনে বসে আবু সুফিয়ানকে ঘুরতে দেখা যায়। এ ছাড়া মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বিএনএনিউজ