24 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় আরও ২১ ফিলিস্তিনি নিহত

গাজায় আরও ২১ ফিলিস্তিনি নিহত


বিএনএ বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে।   এছাড়া লেবাননেও বিমান হামলায় নিহত হয়েছে  বেশ কয়েকজন । হামলা চালানো হয়েছে ইয়েমেনেও।

আল জাজিরার খবরে জানা যায়, শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডার্স (ফরাসি সংক্ষিপ্ত রূপ এমএসএফ) গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থানগুলোতে আক্রমণ করেছে। এর মধ্যে রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র, হোদেইদাহ ও রাস ইসা বন্দর রয়েছে । এ দিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ