25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মাথা ঘুরে ফেরি থেকে নদীতে নারী

মাথা ঘুরে ফেরি থেকে নদীতে নারী

মাথা ঘুরে ফেরি থেকে নদীতে নারী

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে মাথা ঘুরে কর্ণফুলী নদীতে পড়ে যান ফারজানা আক্তার সুমি (২০) নামে এক নারী। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করলে প্রাণে বেঁচে যান তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কালুরঘাটে এ ঘটনা ঘটে।

সুমি বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার হাটের মো. রবিউল হোসেনের স্ত্রী। এক বছর সাত মাস পূর্বে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মো. রবিউল পেশায় একজন ব্যবসায়ী।

সুমির স্বামী মো. রবিউল হোসেন বলেন, সুমি একসপ্তাহ আগে হাটহাজারী উপজেলার নজু মিয়া হাট এলাকার তার বাবার বাড়িতে গিয়েছিলো। তার বাবার সাথে কথাকাটির এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিমান করে বোয়ালখালীতে আসার জন্য কালুরঘাটে ফেরি পার হন। তবে বাবার বাড়ির লোকজন দুশ্চিন্তা করবে ভেবে মাঝ পথে আবারও ফিরে যাওয়ার সময় ফেরিতে উঠে সে। এসময় মাথা ঘুরে নদীতে পড়ে যায় সুমি। তাকে ফেরিতে থাকা লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সুমি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ