18 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত স্ত্রীসহ বিএনপির মহাসচিব

করোনায় আক্রান্ত স্ত্রীসহ বিএনপির মহাসচিব


বিএনএ, ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা। তবে শারীরিকভাবে দুজনই সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে তারা দুজনই বর্তমানে উত্তরার বাসায় আছেন।

মঙ্গলবার ( ১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি  বলেন, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে করোনা পরীক্ষার ফল তাদের পজিটিভ এসেছে। তারা দুজনই বাসায় আছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি করোনার বুস্টার ডোজ নিয়েছেন মির্জা ফখরুল। দুজনের শারীরিক অবস্থা ভালো আছে। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ