24 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মোস্টওয়ান্টেড পাকিস্তান তালেবান নেতা খোরাশান নিহত

মোস্টওয়ান্টেড পাকিস্তান তালেবান নেতা খোরাশান নিহত

Muhammad Khurassani, the operational commander and the spokesperson for the banned Tehreek-e-Taliban Pakistan (TTP), has been killed

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক ই তালেবান পাকিস্তান(টিটিপি) এর মুখপাত্র ও কমান্ডার মুহাম্মদ খোরাশানি আফগানিস্তানের নানগারহার প্রদেশে সোমবার(১০জানুয়ারি) নিহত হয়েছে। সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা পরিচালক গত সপ্তাহে টিটিপির সাথে আলোচনা স্থগিত রাখার ঘোষণা দিয়ে বলেন, দেশকে শত্রুমুক্ত করতে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ৯ডিসেম্বর টিটিপির সাথে পাক সরকারের অস্ত্র বিরতি চুক্তির মেয়াদ শেষ হয়।

মুহাম্মদ খোরাশানির আসল নাম খালিদ বালটি। যার বয়স প্রায় ৪৮-৫০বছর।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

 

 

Loading


শিরোনাম বিএনএ