বিএনএ,চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)নির্বাচনে সব শক্তি নিয়ে নেতা-কর্মীদেরকে মাঠে থাকতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে|
সোমবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি|
নাছির বলেন, কোনো ধরনের মতানৈক্য-বিরোধ বিভ্রান্তি রাখা যাবে না। মনে রাখতে হবে প্রার্থী দলের মনোনীত, এই প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের, এই প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার| আওয়ামী লীগ যদি সম্মিলিত শক্তি নিয়ে কাজ করে তাহলে বিরোধী কোনো শক্তি দাঁড়াতে পারবে না|
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, রেজাউল করিম কায়সার, আবদুল মান্নান প্রমুখ।
বিএনএনিউজ/মনির