21 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ২২ জনের

২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ২২ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৫৪, মৃত্যু ৭

বিএনএ,ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে দুই জন। রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন,৩১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।এই নিয়ে মোট মারা গেলেন ৭ হাজার ৮০৩ জন।

সোমবার(১১ জানুয়ারি)বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশে নতুন করে ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।ফলে দেশে মোট পাঁচ লাখ ২৩ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত হলো।রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন।এ নিয়ে দেশে সুস্থতার সংখ্যা দাড়িয়েঁছে চার লাখ ৬৭ হাজার ৭১৮ জনে।

এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ১৮১টি।মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৭টি। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হলো ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ছয় দশমিক ০২ শতাংশ।এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৫২ শতাংশ এবং সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ