27 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - মার্চ ১, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ইসলামিক ফ্রন্ট প্রার্থীর মতবিনিময় সভা

আনোয়ারায় ইসলামিক ফ্রন্ট প্রার্থীর মতবিনিময় সভা


বিএনএ, চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়্যদ মোহাম্মদ হামেদ হোসাইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শশী কমিউনিটি সেন্টারে আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের নেতা-কর্মী ও পেশাজীবিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সচিব ইদ্রিস আলকাদেরীর সঞ্চালনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র আনোয়ারা উপজেলার সভাপতি স.ম শওকত আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স.ম হামেদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স.ম শহিদুল হক ফারুকী, সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দীন, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি নাছির উদ্দীন আনোয়ারী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ্ সাদা, চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন তাহেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ-সম্পাদক এনামুল হক, আনোয়ারা উপজেলার সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান আল কাদেরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলার নেতা মাওলানা ইদ্রিস তাহেরী, আনোয়ারা উপজেলার সহ- সভাপতি মাওলানা হাফেজ খায়ের আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক এম নুরুল আবচার কফিল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান আনসারী, দপ্তর সম্পাদক এইচ এম নাছির উদ্দীন, সমাজ কল্যান সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দীন রেজভী, ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা আসহাব উদ্দীন, আনোয়ারা উপজেলা ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের আহ্বায়ক স.ম সিরাজুম মুনির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মাসরুল রহমান, আনোয়ারা উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বিন তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মুহাম্মদ এমরান হোসেন, হাফেজ নাছির উদ্দীন ও মোহাম্মদ সাহেদ প্রমুখ।

বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ