19 C
আবহাওয়া
৯:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ওডেবের ২৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত

ওডেবের ২৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত

উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ

বিএনএ, ডেস্ক: উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (ওডেব) ২৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  শনিবার নগরীর জামাল খানস্হ একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামলী মজুমদার ওডেবের সভাপতি সালমা রহমান মৃত্যুতে সবাইে দাঁড়িয়ে ১মিনিট নিরাবতা পালনের অনুরোধ করলে সবাই দাঁড়িয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। ওডেবের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামলী মজুমদার উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নতুন সভাপতি নির্বাচন করেন জনাব মঈনুল আলম,এর পর নতুন সভাপতির সভাপত্বিতে সভার কার্যক্রম আরম্ভ হয়।সভায় উপস্থিত ছিলেন ওডেবের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব কমল সেন গুপ্ত, পরিচালনা পরিষদের সদস্য প্রফেসর নাছিমা পারভীন,এ্যাডভোকেট রুপন তালুকদার, সুজিতা তালুকদার ও সভায় কার্যক্রম আর্থিক প্রতিবেদন উপস্হাপন করেন ওডেবের কর্মকর্তা গন।

বিএনএ/তাহের

Loading


শিরোনাম বিএনএ