Bnanews24.com
Home » চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল হলেন মাহবুবুল আলম
সংগঠন সংবাদ সব খবর

চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল হলেন মাহবুবুল আলম

বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল নিযুক্ত

চট্টগ্রাম:  দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র সভাপতি এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল নিযুক্ত হয়েছেন। ০৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ফেয়ারওয়েল রিসিপশনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারী এন্ড প্লেনিপটেনশিয়ারী ইতো নাওকি (H.E. Mr. Ito Naoki) এই নিযুক্তির ঘোষণা দেন। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী ও সচিববর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্্রদূত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্নিং বোর্ডের সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স(আইসিসি) বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং ভারতে কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

bnanews24,GN