25 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা নেই

রাজধানীতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা নেই


বিএনএ, ঢাকা: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে প্রবেশে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে সড়কে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাসাবো, খিলগাঁও, কাকরাইল, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী ও গুলিস্তান এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।তারা বলছেন ঢাকায় অঘোষিত বাস ধর্মঘট চলছে।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, রাজধানীতে গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যেতে পারে বিএনপি। নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেবে পুলিশ।

তিনি আরও জানান, রাজধানীতে বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। নাশকতার কোনো তথ্য নেই।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ