25 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

আর্জেন্টিনা সেমিফাইনালে

বিএনএ: প্রথম কোয়ার্টার ফাইনালের মতো দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা।

শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। পরে অতিরিক্ত সময়েও আর কোন গোল করতে পারেনি দুই দল। ফলে ম্যাচের ফলাফল নির্ধারনে খেলা গড়ায় পেনাল্টি শুটে।

প্রথমে পেনাল্টি করতে এসেই মিস করেন নেদারল্যান্ডসের খেলোয়ার, এরপর দ্বিতীয় শুটও মিস করে তারা। তারপরের তিন শুটে গোল পেলেও হার এড়াতে পারেনি নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের প্রথম দুই পেনাল্টি ঠেকিয়ে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তৃতীয় শটে গোল পায় ডাচরা। আর্জেন্টিনা প্রথম তিন শটেই গোল পায়।  তবে এনজো ফার্নান্দেজ চতুর্থ শটটা বাইরে মারায় আবার জমে উঠে টাইব্রেকার। ডাচরা চতুর্থ ও পঞ্চম দুটি শটেও গোল পায়।

পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা।
পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা।

ফলে লাওতারো মার্তিনেজের পঞ্চম শট হয়ে উঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক। তবে এবার আর ভুল করেননি লাওতারো। তাঁর শট নেদারল্যান্ডের জালে যেতেই উচ্ছ্বাসে মেতে উঠেন মেসিরা। ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে।

পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার খেলোয়াড়দের উল্লাস

১৪ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩