বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে চাহিদা ডটকম নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌর এলাকার বহেরারচালার বাসিন্দা ভুক্তভোগী আলমগীর হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতারণার অভিযোগে তুলে ৯৬ জন গ্রাহকের পক্ষে গত ৩০ নভেম্বর গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।এছাড়াও তিনি শ্রীপুর থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বিষয়টি তিনি এখনও অবগত নন। তবে থানায় অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে দেখবেন।
বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।