28 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

ওয়ানডে সিরিজে

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। এর আগে সব ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ব্যাটিং ধসে হেরে যায় তারা। তবে এবার দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল হয়নি, শেষ হাসি হেসেছে বাংলাদেশ।

শনিবার(৯ নভেম্বর) বিকেলে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১৯ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন। ওয়ানডে অভিষেকে জাকের আলী ২৭ বলে অপরাজিত ৩৭ রান করেন, সৌম্য সরকার ৪৯ বলে করেন ৩৫ রান, আর নাসুম আহমেদ ২৪ বলে ২৫ রান যোগ করেন।

জবাবে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায়। নাসুম আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়ে সর্বোচ্চ সাফল্য পান। মিরাজ ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন এবং তাসকিন ও শরীফুল একটি করে উইকেট শিকার করেন।

একটা উইকেট যেন অদৃশ্য সুতো হয়ে টান দিলো আরও দুই উইকেটকে। ১১৮ রানে হাসমতউল্লাহ আউটের পরেই নাসুমের ওভারে আফগানিস্তান হারালো আরও দুই উইকেট। ১১৮ রানে ২ উইকেট থেকে ১১৯ রানে ৫ উইকেট। বাংলাদেশ ম্যাচে ফেরে সেখানেই।

এই জয়ে বাংলাদেশ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

বিএনএনিউজ২৪, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ