বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আলভী (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কুয়াইশ-অক্সিজেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আশরাফুল আলম (১৪) নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়।
নিহত আলভী চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার নুর আহম্মদ কোম্পানির বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ডেঙ্গু: আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৩
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, কুয়াইশ রাস্তার মাথা হতে অক্সিজেনগামী সড়কের বেল্লা বাপের ঘাট এলাকায় মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণে স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আলভীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ/ বিএম