23 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন থেকে এলো ৫২ সাড়ে হাজার টন গম

ইউক্রেন থেকে এলো ৫২ সাড়ে হাজার টন গম


বিএনএ, চট্টগ্রাম : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রায় ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ এলো। বুধবার (৯ ডিসেম্বর) গমবাহী জাহাজ ‘ম্যাগনাম ফরচুন’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তৃতীয়বারের মতো ইউক্রেন থেকে গমবাহী কার্গো জাহাজ এলো দেশে।

গত সেপ্টেম্বরে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে চুক্তি অনুযায়ী শস্যের মান পরীক্ষার জন্য আজ চট্টগ্রাম জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জাহাজ থেকে নমুনা সংগ্রহ করেছেন।

এর আগে চলতি বছরের অক্টোবরে ২টি জাহাজে এস আলম গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ ইউক্রেন থেকে প্রায় ১ লাখ টন গম আমদানি করে। এস আলম গ্রুপ এনেছে ৪৬ হাজার টন গম এবং বসুন্ধরা গ্রুপ এনেছে ৫৫ হাজার টন গম।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের বলেন, ‘আমরা নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছি। ল্যাব টেস্টে সব ঠিক থাকলে আগামীকাল জাহাজ থেকে মালামাল নামানোর কাজ শুরু হবে।’

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, এর আগে অক্টোবরে রাশিয়া থেকে ৩টি চালানের মাধ্যমে সরকার দেড় লাখ টনের বেশি রাশিয়ান গম আমদানি করেছিল।

২০২২-২৩ অর্থবছরে ১০ নভেম্বর পর্যন্ত প্রায় ২ হাজার ৬৪৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬ লাখ ৬৯ হাজার টন গম আমদানি হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ