17 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঢামেক

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় সিকান্দার আলী (৫০) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান সিকান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিকান্দার আলীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি অস্থায়ী পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ