বিএনএ ঢাকা: দেশে এখন ভয়াবহ ফ্যাসিবাদের আগ্রাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর। দেশ বর্তমান একটি নষ্ট সময় পার করছে-উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টিশীলতা ধ্বংস আর মুক্তচিন্তা বাধাগ্রস্ত হচ্ছে।
বুধবার (১০ নভেম্বর) সাবেক বিএনপি নেতা আব্দুল মান্নান অনুদিত জীবনানন্দ দাশের রুপসী বাংলার ইংরেজী অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
সে সময় তিনি আরও বলেন, সরকার আগামি প্রজন্মকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সবখানে অন্যায় অবিচার অস্থিরতা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের দাবি দাওয়া বা অধিকারের কথা জাতীয় প্রেসক্লাবের সামনের ছাড়া কোথাও বলার কোনো সুযোগ নেই।
মির্জা ফখরুল বলেন, এখন খুব দুঃসময় চলছে। সমাজে শিল্প-সাহিত্য ও সুকুমারবৃত্তি চর্চায় গুরুত্ব নেই। সব কিছু নির্বাসিত হতে চলেছে। তাই সবাইকে আরও সোচ্চার হয়ে কথা বলার আহবান জানান বিএনপির মহাসচিব।
‘বেঙ্গল- দাই নেইম ইজ বিউটি’ নামক গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী।