29 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা আফরিন

ঢাকায় আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা আফরিন

ঢাকায় আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা আফরিন

বিএনএ, ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আফরিন আখতার আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর বাংলাদেশ সফর করতে পারেন।

আফরিন আখতার তাঁর এবারের সফরে ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ সফরে তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পূণর্ব্যক্ত করবেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন। এ ছাড়া তিনি নিরাপত্তা ও আন্তঃদেশীয়বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ