25 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান আর নেই

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান আর নেই

আবুল কালাম

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান আর নেই( ইন্নালিল্লাহি… রাজিউন)। রোববার (১০ অক্টোবর) সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।  তিনি দীর্ঘদিন ফুসফুসে সংক্রমনে ভুগছিলেন। খবর- দ্য ডন।

শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন ৮৫ বছর বয়সী এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

ডনের খবরে বলা হয়, গত ২৬ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ড. আবদুল কাদির খান। এরপর তিনি রিসার্চ ল্যাবরেটরিজ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে ১১ সেপ্টেম্বর ঘরে ফিরেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবদুল কাদির খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, আবদুল কাদির খান পাকিস্তানের সংকট মুহূর্তে দেশের জন্য পরমাণু অস্ত্র তৈরি করেন। তিনি পরমাণুর জন্য দেশবাসীর কাছে আদর্শ হয়ে থাকবেন।

ইমরান খান

পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান ১৯৩৬ সালে ভারতের ভুপালে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৪৭ সালে দেশ ভাগের পর তিনি সপরিবারে পাকিস্তানে চলে যান। ১৯৭৪ সালে ভারত পরমাণু পরীক্ষা চালানোর পর তিনি পাকিস্তানের জন্য পরমাণু বোমা বানানোর প্রক্রিয়া শুরু করেন। পরবর্তী ১৯৭৬ সালে খান রিসার্চ ল্যাবরেটরি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে অনেকদিন তিনি প্রধান বিজ্ঞানীর দায়িত্ব পালন করেন।

বিএনএনিউজ২৪/এসজিএন/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ