36 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শিয়া-সুন্নি ঐক্য ইসলামের শত্রুদের ক্ষুব্ধ করেছে: তালেবান কর্মকর্তা

শিয়া-সুন্নি ঐক্য ইসলামের শত্রুদের ক্ষুব্ধ করেছে: তালেবান কর্মকর্তা


বিএনএ ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান কর্মকর্তা মৌলভি নায়িমুল হক হক্কানি বলেছেন, তার দেশে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যকার ঐক্য শত্রুদের ক্ষুব্ধ করেছে।তিনি সম্প্রতি তার দপ্তরে প্রদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তালেবান নেতা মৌলভি নায়িমুল হক হক্কানি বলেন, আজ শিয়া ও সুন্নী মুসলমানরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আফগানিস্তানে সহাবস্থান করছেন যেটি ইসলামের শত্রুরা সহ্য করতে পারছে না।
তিনি বলেন, দেশের বীর মুজাহিদরা গত ২০ বছর ধরে আমেরিকার বিরুদ্ধে ন্যুনতম সম্বল নিয়ে লড়াই করেছেন এবং জনগণের সহযোগিতায় দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছেন।

হেরাত প্রদেশের এই পদস্থ তালেবান কর্মকর্তা বলেন, শত্রুরা আফগানিস্তানকে আরেকটি ইরাক বা সিরিয়ায় পরিণত করতে চেয়েছিল; কিন্তু আফগানিস্তানের জনদরদি নেতৃবৃন্দ প্রমাণ করেছেন মতভিন্নতা ও মতপার্থক্য থাকা সত্ত্বেও এদেশের জনগণ পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে সক্ষম।

বিএনএ/ ওজি
তথ্যসূত্র: পার্স টুডে

Loading


শিরোনাম বিএনএ