30 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » সংসদ অধিবেশন সাময়িক স্থগিত

সংসদ অধিবেশন সাময়িক স্থগিত

সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

বিএনএ, ঢাকা: মাইক্রোফোনে ত্রুটির কারণে জাতীয় সংসদ অধিবেশন সাময়িক স্থগিত ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি এ ঘোষণা করেন।

এর আগে, বিকেল ৪টা ৪৮ মিনিটে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। এর কিছুক্ষণ পর হঠাৎ কোনো শব্দ শোনা না যাওয়ায় ইমারজেন্সি মাইক দিয়ে সংসদ অধিবেশন চলতে থাকে। কিন্তু তাতে কেউ কথা শুনতে না পারায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পাঁচটা নাগাদ সংসদের অধিবেশন বন্ধ করতে বাধ্য হন। তিনি তখন হ্যান্ডমাইক দিয়ে কথা বলেন।

স্পিকার বলেন, সাময়িকভাবে শব্দ শোনা যাচ্ছে না, কেউ কারও কথা শুনতে পাচ্ছেন না। বক্তব্য দিয়ে লাভ কি? বক্তব্য পরে দেবেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন কমিটির রিপোর্ট উপস্থাপন করছিলেন।মাইক্রোফোনের ত্রুটি সারানোর চেষ্টা চলছে উল্লেখ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত করেন। পরে তিনি চলে যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ