16 C
আবহাওয়া
৯:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » করোনা শনাক্তের হার বেড়ে ৮.৬২ শতাংশ

করোনা শনাক্তের হার বেড়ে ৮.৬২ শতাংশ

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০

বিএনএ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৯৯ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ৪ জন সিলেট বিভাগের।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। করোনা শনাক্ত হয় ২৭৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ২৪৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।

সবশেষ গত ২৩ জুলাই সবশেষ ৮.৬২ শতাংশের বেশি (১০ দশমিক ১০ শতাংশ) করোনা শনাক্ত হয়েছিল। আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ। শুক্রবার শনাক্তের হার ছিল ৮.৩৪ শতাংশ। শনিবার তা আরও কিছুটা বেড়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ