Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে মেঘনায় বিরল টর্নেডো (ভিডিও)
টপ নিউজ বাংলাদেশ বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহত্তর চট্টগ্রাম সব খবর সারাদেশ

লক্ষ্মীপুরে মেঘনায় বিরল টর্নেডো (ভিডিও)

মেঘনায় বিরল টর্নেডো

 

বিএনএ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে বিরল টর্নেডো দেখেছেন স্থানীয়রা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার টর্নেডোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, নদীর পানি ঘূর্ণির সাথে উপরে উঠে যাচ্ছে। এসময় পানির প্রবাহ দূর থেকেও বোঝা যাচ্ছিলো। তবে ওই টর্নেডোতে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায় নি।

বৈজ্ঞানিক ব্যাখায় দেখা যায়, ওয়াটারস্পাউট বা জলের ঘূর্ণি সাধারণ টর্নেডোর মতোই। এটা জলভাগে তৈরি হয়। যখন শীতল বাতাস উষ্ণ বাতাসের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটি পানির একটি ঘূর্ণায়মান স্তম্ভ তৈরি করে। একেই জলের ঘূর্ণি বলা হয়।

বিএনএ/এ আর