15 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গু আপডেট, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৪৮ জন

ডেঙ্গু আপডেট, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৪৮ জন

ডেঙ্গু পরিস্থিতি, একদিনে হাসপাতালে ভর্তি ১৮৯ জন

বিএনএ ঢাকা: দেশে গত ঘন্টায় আরও ২৪৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২১৪ জন ঢাকায় এবং বাকি ৩৪ জন ঢাকার বাইরের। বর্তমানে এক হাজার ২২১ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ৪১ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ২৫৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৮০ জন। তাদের মধ্যে ১১ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৮ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ