26 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে মদ্যপ ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে মদ্যপ ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে মদ্যপ ব্যক্তির মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর (৪০) নামে এক মদ্যপ ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর বাকলিয়া থানার বলিরহাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার এএসআই আনসারুল হক জানান, এক ব্যক্তি ফ্লাইওভার থেকে একটি ছেলের ওপর পড়ে। ছেলেটি তেমন আঘাত না পেলেও ওই ব্যক্তি গুরুতর আহত হয়। এসময় তাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার সময় তার নাম আলী আকবর ও বাড়ি বাকলিয়া থানার বলিরহাট বলে জানান। তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল বলে জানিয়েছেন এএসআই আনসারুল হক।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ