27 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভুয়া সমন্বয়ক আটক

চট্টগ্রামে ভুয়া সমন্বয়ক আটক

চট্টগ্রামে ভুয়া সমন্বয়ক আটক

বিএনএ, চট্টগ্রাম: বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ থেকে মো. তানভীর শরীফ (২৮) নামে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। শনিবার (১০ আগস্ট) চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।

আটক তানভীর শরীফ নিজেকে সংগঠনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক বলে দাবি করেন। তিনি নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা বলে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. হাসান জানান, তিনি দীর্ঘদিন সমন্বয়ক সেজে ছাত্রদের বিভিন্ন তথ্য পাচার করছিল। আজকে ছাত্রদের সমাবেশ মঞ্চে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, আমরা তাকে চ্যালেঞ্জ করি। তারপর তার ফেসবুক আইডি চেক করে দেখি, স্বৈরাচারের পক্ষে বিভিন্ন পোস্ট। তিনি নিজেও স্বীকার করেছেন, ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন তথ্য পাচার করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, ছাত্র আন্দোলনের বিজয়কে অনেক দুষ্কৃতকারী নস্যাৎ করার চেষ্টা করছে। আজকে এমন একজনকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি ভারত-বাংলাদেশ সর্ম্পকে বাঁধা ‘হারিয়ে যাওয়া ভাই’! আওয়ামী লীগের আমলের এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি