23 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » এবার আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ

এবার আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ

hi court

  • বিএনএ ডেস্ক :  প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর এবার পদত্যাগ করেছেন আপিল বিভাগের দুই বিচারপতি । পদত্যাগ করা বিচারপতিরা হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও কাশেফা হোসেন। শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

    সুপ্রিম কোর্ট সূত্র জানায়, এই দুই বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান।

    এর আগে, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে শনিবার সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।এরপর দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।

    বিএনএ/ ওজি/এইচমুন্নী

     

    Loading


  • শিরোনাম বিএনএ