22 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » কোথাও যেন গোলযোগ না হয়: ড. ইউনূস

কোথাও যেন গোলযোগ না হয়: ড. ইউনূস

sayedd

বিএনএ ডেস্ক: কোথাও যেন কোনো গোলযোগ না হয়, সে ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগসট) বেলা ১১টার পর রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, ‘আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলযোগ যাতে না হয়, কেউ ধর্ম নিয়ে যাতে কথাবার্তা না বলে। কারণ আমরা এই মাটিরই সন্তান। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেরকম দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশেরই সন্তান।’

এর আগে সকাল সাড়ে ১০টার অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা নাদিম ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান ড. ইউনূস। এরপর তারা সেখান থেকে গাড়িবহরে করে আবু সাঈদের বাড়িতে যান। সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেন তারা।

কোটা সংস্কার আন্দোলনে মাঠে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ–ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ১৬ জুলাই রংপুরের কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের বন্দুকের সামনে তার বুক পেতে দেওয়ার দৃশ্যটি মুহূর্তেই দেশে–বিদেশে আলোচিত হয়।

আবু সাঈদের ওপর গুলি ও একইদিন ৬ জন নিহত হওয়ার ঘটনায় কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়ে বিক্ষুব্ধ অভিভাবকরাসহ নানা শ্রেণি–পেশার মানুষ। যার ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র