21 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

বন্যা পরিস্থিতি

বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে জুনি চাকমা (৭) নামে আরও এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এ দিকে সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় কাওলা ত্রিপুরা (৪০) নামের একজন এবং বঙ্গলতলী ইউনিয়নে রাহুল বড়ুয়া (১০) ও বাঘাইছড়ি পৌরসভা এলাকার ৪নং ওর্য়াডে জুয়েল (৭) নামের আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, বন্যার পানিতে একসঙ্গে এতো মৃত্যু খুবই বেদনার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ