18 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জ্বালানি সাশ্রয়ে আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জ্বালানি সাশ্রয়ে আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় সরকারি নির্দেশনা প্রতিপালন ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও বিধিনিষেধ অমান্য করায় ১০ মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ আগাস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় সরকারি নির্দেশনা প্রতিপালনে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০, শ্রম আইন ২০০৬ ও বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ১০ টি মামলায় ১৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় করায় এক বাসচালককে ২হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় ১০টি মালায় ১৫হাজার টাকা অর্থদণ্ড ও বেশি ভাড়া আদায় করায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা প্রতিপালনে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান তিনি।

বিএনএ/নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ