30 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » পরীমণির সঙ্গে এডিসি সাকলায়েনের সম্পর্কে পুলিশ বিব্রত-ডিএমপি কমিশনার

পরীমণির সঙ্গে এডিসি সাকলায়েনের সম্পর্কে পুলিশ বিব্রত-ডিএমপি কমিশনার


বিএনএ, ঢাকা:  ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, নায়িকা পরীমণির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সময় কাটানো নিয়ে পুলিশ বিব্রত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে শিগগির।

মঙ্গলবার (১০ আগস্ট) ডিএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. শফিকুল ইসলাম এ মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন বিসিএস ক্যাডার এ ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবেন, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর নায়িকা মডেলদের বাসায় যাতায়াতকারী কোনও ব্যক্তির তালিকা হচ্ছে না উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘এরকম কোনও তালিকা পুলিশের কোনও ইউনিট করছে না। তবে এই তালিকার খবরকে ব্যবহার করে ‘একটি চক্র’ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। তবে এ বিষয়ে কোনও ব্যবসায়ী অভিযোগ করছেন না।’

তিনি বলেন, ‘এই ব্ল্যাকমেইলিং করে চাঁদাবাজদের তালিকায় বিভিন্ন সংস্থার লোক জড়িত বলে নাম আসছে। যেমন, সাংবাদিক ও পুলিশেরও কোনও কোনও সদস্য জড়িত রয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা লজ্জায় কেউ অভিযোগ করতে চাচ্ছেন না, তাই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

চিত্রনায়িকা পরীমণির মামলা সিআইডি তদন্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিআইডি প্রধানের সঙ্গে আমি কথা বলেছি। তিনি পরিষ্কারভাবে বলেছেন, এ ধরনের কোনও ব্যক্তির নামের তালিকা তৈরি করা হচ্ছে না।’পরীমণির মামলা তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য পাচ্ছেন বলেও জানান তিনি।

 

বিএনএ আজকের খবর, আর আর খান, আহা, জিএন

Loading


শিরোনাম বিএনএ