30 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে রাতের অন্ধকারে শতবর্ষী পুকুর ভরাট : প্রশাসন নীরব

চট্টগ্রামে রাতের অন্ধকারে শতবর্ষী পুকুর ভরাট : প্রশাসন নীরব

চট্টগ্রামে রাতের অন্ধকারে শতবর্ষী পুকুর ভরাট : প্রশাসন নীরব

বিএনএ, চট্টগ্রামঃ ২০০০ সালের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের ২ (চ) ধারা অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, খাল, লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও নিষিদ্ধ। সিটি করপোরেশনের উত্তর কাট্টলীর কর্নেল জোনস রোড় এলাকার একটি শতবর্ষী পুকুর ভরাট করা হচ্ছে। থানা পুলিশকে ম্যানেজ করে প্রতিরাতে ২৫/৩০ ড্রাম্প ট্রাক বালি ফেলা হচ্ছে পুকুরে।

সরেজমিনে দেখা যায, সারি সারি বালু ট্রাক দাড়িয়ে আছে। একটা পর একটা ডাম্প ট্রাক দ্রুত বালি খালাস করে ফের বালি আনতে চলে যাচ্ছে। স্কেভেটর দিয়ে সমান করা হচ্ছে স্তপকৃত বালি। স্থানীয় লোকজনের অভিযোগ, একজন প্রভাবশালী ব্যবসায়ি দেশের জলাশয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এহেন কান্ড চালিয়ে যাচ্ছেন।

দেশের যে কোন স্থানে শতবর্ষী পুকুরের সীমানা অতিক্রম ও মাটি ভরাট থেকে বিরত থাকা এবং পুকুর সংস্কার ও নিরাপদ পানি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাই কোর্টের নির্দেশ রয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ