আদালত প্রতিবেদক: চারদিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে আদালতে হাজির করা হচ্ছে। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। এদিকে বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনির ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ৪ আগস্ট বিকেলে চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সে সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব। ঘটনায় তার বিরুদ্ধে বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।