19 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » অপহৃত চার কৃষক মুক্তিপণে মুক্ত

অপহৃত চার কৃষক মুক্তিপণে মুক্ত

অপহৃত চার কৃষক মুক্তিপণে মুক্ত

বিএনএ, কক্সবাজার : ঈদগাঁও থেকে অপহৃত চার কৃষককে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারী চক্র। সোমবার ( ৯ আগস্ট) বিকেলের দিকে তারা জিম্মিদশা থেকে মুক্ত পায়।

মুক্ত কৃষকরা হলেন-ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে কামাল উদ্দিন, গোলাম বারির ছেলে নুরুল আবছার আকাশ, মৃত হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ রফিক ও অপরজন ট্রাক্টর চালক।

ঈদগাঁও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল করিম মিনার জানান, ঈদগাঁওয়ের মাছুয়াখালী রেঞ্জের আওতাধীন জমিতে ধানের বীজ রোপনরত অবস্থায় রোববার (৮ আগস্ট) বিকেলে চার কৃষককে অপহরণ করে ডাকাতরা। তাদের মুক্তির জন্য ৮ লাখ টাকা দাবি করে। টাকা দেয়ার জন্য সোমবার সকাল থেকে অপহৃত কৃষকদের পরিবারের কাছে কয়েক দফা ফোন করেছে অপহরণকারী চক্র। বিষয়টি পুলিশকে ও অবগত করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, অপহৃতদের উদ্ধার করতে সোমবার সকাল থেকে পুলিশ, বনবিভাগ গ্রাম পুলিশ পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে। পরে অপহৃতদের পাহাড়েই ছেড়ে দেয় ডাকাতদল।

বিএনএনিউজ২৪/রেজাউল,আমিন

Loading


শিরোনাম বিএনএ