17 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রি: ২ জনকে জরিমানা

বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রি: ২ জনকে জরিমানা

বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রি: ২ জনকে জরিমানা

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রি করার অভিযোগে দু’জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ জুলাই) বাঘাইছড়ির মডেল টাউন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন একটি চক্র পাহাড় কেটে ইটভাটা ও নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করতেছিল। পরবর্তীতে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে মোহাম্মাদ হারুনকে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমাকে ১ লক্ষ টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে মাটি বিক্রি করার অভিযোগে দু’জনকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ