16 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের অভিযান, লইট্ট্যা-ছুরি জব্দ

আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের অভিযান, লইট্ট্যা-ছুরি জব্দ

আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের অভিযান, লইট্ট্যা-ছুরি জব্দ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): বঙ্গোপসাগরে চলমান রয়েছে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় আনুমানিক ৩৬০ কেজি লইট্ট্যা, ছুরি ও পোয়া মাছ জব্দ করা হয়।

সোমবার (১০ জুলাই) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষীর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, সরকার ঘোষিত ৬৫ দিনের মাছ ধরা নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মাছ নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয় এবং জালসমূহ পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ